Character Recognition

1 seconds
128 MB
Easy
Bangla / বাংলা

এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যেটি একটি ক্যারেক্টার uppercase, lowercase, digit নাকি special character সেটি প্রকাশ করবে।

ইনপুট

প্রোগ্রামটির প্রথম ইনপুট হবে একটি পূর্ণসংখ্যা T (1 ≤ T ≤ 100), যা টেস্ট কেসের সংখ্যা নির্দেশ করে। পরবর্তী T-সংখ্যক লাইনে একটি করে ক্যারেক্টার c ইনপুট নিতে হবে।

আউটপুট

প্রোগ্রামটির আউটপুটে c ক্যারেক্টারটি uppercase বা বড়ো হাতের বর্ণ হলে Uppercase Character প্রিন্ট করবে, ক্যারেক্টারটি lowercase বা ছোটো হাতের বর্ণ হলে Lowercase Character প্রিন্ট করবে, অঙ্ক বা ডিজিট হলে Numerical Digit প্রিন্ট করবে। অন্যথায় প্রিন্ট করবে Special Character

নমুনা

নমুনা ইনপুট নমুনা আউটপুট

4 A b 7 $

Uppercase Character Lowercase Character Numerical Digit Special Characters